EIIN : 104303
College Code : 3026 Road No: 17, CDA, R/A, Agrabad., Double Mooring, Chattogram; 01309-104303
আগ্রাবাদ মহিলা কলেজ Agrabad Mohila College Road No: 17, CDA, R/A, Agrabad., Bandar, Double Mooring, Chattogram
01309-104303; amcchittagong@yahoo.com
আগ্রাবাদ মহিলা কলেজের পটভূমি ও বর্তমান প্রেক্ষাপট

    আগ্রাবাদ মহিলা কলেজের পটভূমি ও বর্তমান প্রেক্ষাপট

    চট্টগ্রাম জেলার সি.ডি.এ. কর্তৃক নির্ধারিত প্রথম আবাসিক এলাকা আগ্রাবাদস্থ ১৭ নং রোডে ১৯৮৮ সালে আগ্রাবাদ মহিলা কলেজটির প্রতিষ্ঠা লাভ করে। নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে অনেক প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় চার হাজার একর জায়গায় স্থানীয় কিছু আন্তরিকতাপূর্ণ, উৎসাহী, উদ্যোক্তা যারা দীর্ঘকাল পর্যন্ত এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সমাজের স্থানীয় মহিলা বিভাগের মধ্যে শিক্ষার অনুপ্রেরণা ও শিক্ষা প্রচারের স্বপ্ন দেখেছিলেন বিশেষত: দেশের শিক্ষার মূল ধারায় তাদের (নারীদের) অংশগ্রহণকে উৎসাহিত, নিশ্চিতকরাণ এবং সমাজজীবনে  নারীদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ নির্মাণ করেন।