Founder & Donor Information
জনাব কৃষ্ণ কুমার দত্ত
"As aspirin to preserve our lilacs the wayside flowers, we've gathered and must leave to serve A few more hour." রঙিন ইচ্ছার উপরোক্ত পংত্তির মাধ্যমে আমি আপনাদের সকলকে আমার জানালা, আমার ডিজিটাল রাজ্য- http://www.agrabadmohilacollege.edu.bd/ এ স্বাগত জানাচ্ছি। বর্তমান প্রগতিশীল সরকার যখন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভিষণ ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ শিক্ষাখাতকে তথ্যপ্রযুক্তির আলোকে সুসজ্জিত করতে এগিয়ে এসেছেন তখন এটি আমাদের কাছে একটি স্মরণীয় ও উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা।
সুতরাং বিষয়টি পরিচালনা এবং সহায়তার করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সম্পূর্ণ হালনাগা তথ্য সরবরাহের মাধ্যমে আগ্রাবাদ মহিলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোন দর্শকের জিজ্ঞাসু আত্মা পূর্ণ তৃপ্তিতে ভরে উঠে। ১৯৮৮ থেকে অদ্যাবধি আগ্রাবাদ মহিলা কলেজ, এর শ্রেষ্ঠত্ব এবং পাশাপাশি শতশত প্রতিষ্ঠানের মাধ্যে এর স্বতন্ত্রতা দেখাতে কখনোই ব্যর্থ হয়নি।
আপনি, শুরু থেকে যেমনটি জানেন, এটি সাধারণ এবং স্বল্প মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য দক্ষতার সাথে কিছু অসাধারণ পদক্ষেপ নিয়েছে যা এই কলেজকে শহরে সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে একটি কৌতূহলপূর্ণ আশাব্যঞ্জক ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে।
শিক্ষার প্রতি গভীর আগ্রহী, একটি তাৎপর্যপূর্ণ প্রগতিশীল পরিচালনা পর্ষদের সহায়তায় দক্ষ এবং প্রতিভাবান একাডেমিকদের একটি দল এই ভিত্তিটাকে বিরল শ্রেষ্ঠত্বের এক ভিত্তিতে পরিণত করেছ। তাই এ.এম.সি (AMC) একজন মায়ের নিরাপদ কোল হিসেবে বেশি পরিচিত, যেখানে পূর্ণ সুযোগ সুবিধা সহ একজন শিক্ষার্থী পুরোপুরি বিকাশ মান এবং প্রাণবন্তভাবে প্রথম শ্রেণীর ক্যারিয়ার গঠন করে দেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার স্বপ্ন দেখতে পারে।
আমাদের শিক্ষকগণ শিক্ষাকে পণ্য হিসেবে নয় শিক্ষার্থীর অধিকার হিসেবে শ্রেণিকক্ষে পাঠদান করেন।
আমি মনে করি আমাদের ওয়েবসাইটটি ব্যবহারকারী - বান্ধব, ওয়েবসাইট যা আমাদেরকে আরো ভালোভাবে এবং গভীরভাবে জানার চাহিদা পূরণে একজন দর্শককে সন্তুষ্ট করতে পারে।
আমরা সাধারন কে ভালো এবং ভালো কে সেরাই পরিণত করি। সুতরাং আমাদেরকে আর আপনার প্রয়োজন এবং একই সাথে আপনাকে আমাদের প্রয়োজন। তাই এ দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার বৃহত্তর অভিজ্ঞতা অর্জন আমাদের সাথে থাকুন।
মনোয়ারা বেগম
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি প্রাচীন বন্দর নগরী চট্টগ্রামে নারী শিক্ষার অগ্রযাত্রায় ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ মহিলা কলেজ।ছাত্রছাত্রীদের মননে, চেতনায় স্বপ্নবীজ বুনে দেওয়ার কারিগর শিক্ষক।তাদের হাত ধরেই তাঁদের নির্দেশিত পথেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের কর্মযজ্ঞে।
আগ্রাবাদ মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সুচিন্তিত মতামত ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষকগণের কর্ম দক্ষতা আর অভিজ্ঞতালব্দ অভিজ্ঞানের আলোকে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে।
শিক্ষার্থীদের ঋদ্ধ করে তোলার জন্য এখানে নির্ধারিত শিক্ষা ও পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য সহায়ক কার্যক্রমের অনুশীলন অব্যাহত রয়েছে।সরকারের রূপ গল্প- ২০২১ সফলভাবে কার্যকর করতে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
সেই সাথে প্রয়োজন তথ্য প্রযুক্তিগত জ্ঞান। আমাদের কলেজের শিক্ষার্থীরা দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষ, অসম্প্রদায়িক, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এই প্রত্যাশা করছি ।
আগ্রাবাদ মহিলা কলেজের পটভূমি ও বর্তমান প্রেক্ষাপট
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
---|