EIIN : 104303
College Code : 3026 Road No: 17, CDA, R/A, Agrabad., Double Mooring, Chattogram; 01309-104303
আগ্রাবাদ মহিলা কলেজ Agrabad Mohila College Road No: 17, CDA, R/A, Agrabad., Bandar, Double Mooring, Chattogram
01309-104303; amcchittagong@yahoo.com
উপাধ্যক্ষ - মনোয়ারা বেগম

    নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি প্রাচীন বন্দর নগরী চট্টগ্রামে নারী শিক্ষার অগ্রযাত্রায় ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ মহিলা কলেজ।ছাত্রছাত্রীদের মননে, চেতনায় স্বপ্নবীজ বুনে দেওয়ার কারিগর শিক্ষক।তাদের হাত ধরেই তাঁদের নির্দেশিত পথেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের কর্মযজ্ঞে। 

    আগ্রাবাদ মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সুচিন্তিত মতামত ঐকান্তিক প্রচেষ্টা,  শিক্ষকগণের কর্ম দক্ষতা আর অভিজ্ঞতালব্দ অভিজ্ঞানের আলোকে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে।

    শিক্ষার্থীদের ঋদ্ধ করে তোলার জন্য এখানে নির্ধারিত শিক্ষা ও  পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য সহায়ক কার্যক্রমের অনুশীলন অব্যাহত রয়েছে।সরকারের রূপ গল্প- ২০২১ সফলভাবে কার্যকর করতে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। 

    সেই সাথে প্রয়োজন তথ্য প্রযুক্তিগত জ্ঞান। আমাদের কলেজের শিক্ষার্থীরা দেশপ্রেম,  মহান মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষ, অসম্প্রদায়িক,  নৈতিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এই প্রত্যাশা করছি ।