https://www.youtube.com/watch?v=ebpEZCEolRk
Agrabad Mohila college came into being in the year 1988 at road no.- 17, C.D.A. Residential Area; Agrabad; Chittagong; with an area of near about .4000 acres after so much of anticipation by some true-hearted local enthusiastic entrepreneurs who had long dreamt so far to inspire and promote education among the local female section of the society
“As aspirin to preserve our lilacs the wayside flowers.we’ve gathered and must leave to serve A few more hours,” রঙ্গিন ইচ্ছার উপরোক্ত পংত্তির মাধ্যমে আমি আপনাদের সকলকে আমার জানালা, আমার ডিজিটাল রাজ্য-http//agrabadmohilacollege.edu.bd এ স্বাগত জানাচ্ছি।চ্যালেঞ্জ মোকাবেলায় ভিশন- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ শিক্ষাখাতকে তথ্যপ্রযুক্তির আলোকে সুসজ্জিত করতে এগিয়ে এসেছেন তখন এটি আমাদের কাছে একটি স্মরণীয় ও উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা।
১৯৮৮ সাল থেকে অদ্যবধি আগ্রাবাদ মহিলা কলেজ এর শ্রেষ্ঠত্ব এবং পাশাপাশি শতশত প্রতিষ্ঠানের মধ্যে এর স্বতন্ত্রতা দেখাতে কখনই ব্যর্থ হয়নি।
শিক্ষার প্রতি গভীর আগ্রহী, একটি তাৎপর্যপূর্ণ প্রগতিশীল পরিচালনা পর্ষদের সহায়তায় দক্ষ এবং প্রতিভাবান একাডেমিকদের একটি দল এই ভিত্তিটাকে বিরল শ্রেষ্ঠত্বের এক ভিত্তিতে পরিণত করেছে।তাই AMC একজন মায়ের নিরাপদ কোল হিসাবে বেশি পরিচিত, যেখানে পূর্ণ সুযোগ-সুবিধাসহ একজন শিক্ষার্থী পুরোপুরি বিকাশমান এবং প্রাণবন্তভাবে প্রথম শ্রেণির ক্যারিয়ার গঠন করে দেশের প্রথম শ্রেণির নাগরিক হওয়ার স্বপ্ন দেখতে পারে।
আমার শিক্ষণগণ শিক্ষাকে পথ্য হিসাবে নয়, শিক্ষার্থীর অধিকার হিসাবেই শ্রেণিকক্ষে পাঠদান করেন।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি প্রাচীন বন্দর নগরী চট্টগ্রামে নারী শিক্ষার অগ্রযাত্রায় ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ মহিলা কলেজ।ছাত্রছাত্রীদের মননে, চেতনায় স্বপ্নবীজ বুনে দেওয়ার কারিগর শিক্ষক।তাদের হাত ধরেই তাঁদের নির্দেশিত পথেই আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের কর্মযজ্ঞে।
আগ্রাবাদ মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সুচিন্তিত মতামত, ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষকগণের কর্ম দক্ষতা আর অভিজ্ঞতালব্দ অভিজ্ঞানের আলোকে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে।
শিক্ষার্থীদের ঋদ্ধ করে তোলার জন্য এখানে নির্ধারিত শিক্ষা ও পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য সহায়ক কার্যক্রমের অনুশীলন অব্যাহত রয়েছে।সরকারের রূপ গল্প- ২০২১ সফলভাবে কার্যকর করতে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
সেই সাথে প্রয়োজন তথ্য প্রযুক্তিগত জ্ঞান। আমাদের কলেজের শিক্ষার্থীরা দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষ, অসম্প্রদায়িক, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এই প্রত্যাশা করছি।