About Us Three

Agrabad Mohila College > About Us Three
aboutpic

বর্তমান প্রেক্ষাপট


আগ্রাবাদ মহিলা কলেজের পটভূমি

চট্টগ্রাম জেলার সি.ডি.এ. কর্তৃক নির্ধারিত প্রথম আবাসিক এলাকা আগ্রাবাদস্থ ১৭ নং রোডে ১৯৮৮ সালে আগ্রাবাদ মহিলা কলেজটি প্রতিষ্ঠা লাভ করে।

নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে অনেক প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় চার হাজার একর জায়গায় স্থানীয় কিছু আন্তরিকতাপূর্ণ, উৎসাহী, উদ্যোক্তা যারা দীর্ঘকাল পর্যন্ত এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সমাজের স্থানীয় মহিলা বিভাগের মধ্যে শিক্ষার অনুপ্রেরণা ও শিক্ষা প্রচারের স্বপ্ন দেখেছিলেন।

বিশেষতঃ দেশের শিক্ষার মূল ধারায় তাদের (নারীদের) অংশগ্রহণকে উৎসাহিত, নিশ্চিতকরণ এবং সমাজজীবনে নারীদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ নির্মাণ করেন।